News71.com
 International
 31 May 17, 04:55 PM
 239           
 0
 31 May 17, 04:55 PM

সিকিমে লাচুং থেকে ফেরার পথে খাদে গাড়ি, মৃত ৬ বাঙালি পর্যটক

সিকিমে লাচুং থেকে ফেরার পথে খাদে গাড়ি, মৃত ৬ বাঙালি পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর সিকিমে জোড়া দুর্ঘটনা। ফ্যাংলায় পর্যটকভর্তি গাড়ি খাদে পড়ে একই পরিবারের ৬ জনের মৃত্যু। এদের মধ্যে ৩ শিশু, ২ মহিলা। আহত এক শিশু-সহ ২। গতকাল বিকেলে উত্তর ২৪ পরগনার বাসিন্দা ৮ পর্যটককে নিয়ে উত্তর সিকিমের লাচুং থেকে ফিরছিল গাড়িটি। ফ্যাংলার কাছে সেটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। এক শিশু-সহ ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে উত্তর সিকিমের লাচুংয়ের কাছে আরও একটি দুর্ঘটনা ঘটে। পর্যটকদের হোটেলে নামিয়ে ফেরার পথে, খাদে পড়ে যায় একটি গাড়ি। মৃত্যু হয় গাড়িচালক মোহন গুরুঙ্গর

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন