News71.com
 International
 31 May 17, 04:52 PM
 207           
 0
 31 May 17, 04:52 PM

 আফগানিস্তানের কাবুলে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখা বেড়ে ৮০।।    

  আফগানিস্তানের কাবুলে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখা বেড়ে ৮০।।      

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে বড় ধরণের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সুত্রের খবরে জানা গেছে,স্থানটি দেশটির রাষ্ট্রপতিভবন ও বিদেশি দূতাবাসের খুব কাছাকাছি। এতে এ পর্যন্ত ৮০ জন নিহত ও অন্তত ৩০০ জন আহতের খবর নিশ্চিত করেছে দেশটির পুলিশ। শতশত মিটার দূরেও বিস্ফোরণটির আঘাত হানার খবর পাওয়া গেছে। এর আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, কেন্দ্রীয় জাবাব চত্বরের কাছে একটি গাড়িতে এই ভয়াবহ বিস্ফারণ হয়।


তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে,কাবুলের আকাশে ঘন কালো ধোঁয়ার বিশাল মেঘ ভাসতে থাকে। এছাড়া কাবুল থেকে সুত্র জানিয়েছেন,বিস্ফোরণের পরপরই আতঙ্কগ্রস্ত হয়ে মানুষ এদিক ওদিক ছুটতে থাকে। এসময় আহত অনেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের স্থানসহ আশপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিশ। সাম্প্রতিক সময়ে কাবুলে অনেকগুলো ভয়াবহ হামলা চালানো হয়েছে। আর এর মাধ্যমে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির খারাপ অবস্থা তুলে ধরছে। এ মাসের শুরুতেই দেশটিতে মার্কিন দূতাবাসের পাশ দিয়ে যাওয়ার সময় ন্যাটো বহরকে লক্ষ্য করে চালানো একটি হামলায় অন্তত আট জনের মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন