News71.com
 International
 12 Apr 16, 03:41 AM
 602           
 0
 12 Apr 16, 03:41 AM

কেরালায় মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জনের আত্মসমর্পণ ।।

কেরালায় মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জনের আত্মসমর্পণ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কেরালা রাজ্যের কোল্লম জেলার পুত্তিঙ্গল মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত ৫ জন আত্মসমর্পণ করেছেন। তারা সবাই মন্দিরের ব্যবস্থপনা পরিষদের সদস্য। ঘটনার পরে তারা সবাই পলাতক ছিল । আজ সকালে তারা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন ।

পুলিশ সূত্র বলেছেন, তারা সবাই স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তাদের মধ্যে রয়েছে মন্দিরের সভাপতি জয়লাল, সচিব জে কৃষ্ণকুট্টি, শিবপ্রসাদ, সুরেন্দ্রর পিল্লাই এবং রবীন্দ্র পিল্লাই। মন্দিরের আগুন লাগার ঘটনার পর তারা সবাই পলাতক ছিল ।

রাজ্য পুলিশের অপরাধ দমন শাখা এই পাঁচজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। আইপিসি অ্যাক্টের ৩০৭, ৩০৮ এবং বিস্ফোরক আইনের ৪ নং অনুচ্ছেদ অনুযায়ী মন্দিরের কমিটি এবং এর সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে ।

উল্লেখ্য, গত রবিবার নববর্ষের উৎসবের সময় আতশবাজি প্রতিযোগিতা চলাকালে মন্দিরে আগুন ধরে যায়। মন্দিরে ওই উৎসবকে ঘিরে ১০ থেকে ১৫ হাজার মানুষ জড়ো হয়েছিলো। ওই অগ্নিকাণ্ডে নিহত হয়েছে প্রায় ১১২ জন এবং আহত প্রায় ৪০০ জন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন