News71.com
 International
 30 May 17, 03:15 PM
 203           
 0
 30 May 17, 03:15 PM

বিশ্বের কাছে আইএসের থেকেও বড় হুমকি পুতিন।। মার্কিন সেনেটর  

বিশ্বের কাছে আইএসের থেকেও বড় হুমকি পুতিন।। মার্কিন সেনেটর   

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের কাছে আইএসের থেকে বড় হুমকি হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনটাই মনে করছেন আমেরিকান সেনেটর জন ম্যাককেন। তিনি আরো স্বীকার করেছেন,পুতিনকে নিয়ে কিছুটা হলেও ভীত ট্রাম্প। এ ব্যাপারে রিপাবলিকান দলের সদস্য ক্যাককেন বলেন,আমেরিকার নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর। তিনি বলেন,আমি মনে করি পুতিন সবথেকে ভয়ঙ্কর,আইএসের থেকেও বেশি। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তাঁর কথায়,আইএস অনেক ভয়ঙ্কর কাজকর্ম করতে পারে। কিন্তু রাশিয়া সবসময় চেষ্টা করেছে ও আজও চেষ্টা করছে গণতন্ত্রকে বিনষ্ট করতে। তাঁর মতে,আজ পর্যন্ত তেমন কিছু করতে না পারলেও সামনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুতিন। উল্লেখ্য,গত বছর নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার যোগ থাকার বিষয়টি সামনে আসতেই এমন মন্তব্য করেন ম্যাককেন। কিছুদিন আগে প্রাক্তন এফবিআই ডিরেক্টর রাশিয়ার ওই যোগের তদন্তও শুরু করেছেন। সামনে এসেছে ডোনাল্ড ট্রাম্পের জামাইয়ের নামও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন