News71.com
 International
 29 May 17, 04:05 PM
 217           
 0
 29 May 17, 04:05 PM

ভারতের বিহারে ঝড়, বজ্রপাতে মৃত ২৩  

ভারতের বিহারে ঝড়, বজ্রপাতে মৃত ২৩   

আন্তর্জাতিক ডেস্ক : প্রচণ্ড ঝড়বৃষ্টি, সঙ্গে বজ্রপাত। এর ফলে বিহারে প্রাণ হারালেন অন্তত ২৩ জন। গতকাল ঘটেছে এই ঘটনা। বজ্রপাতে বিহার জুড়ে ৮টি জেলায় ১৮ জন মারা গিয়েছেন। পশ্চিম চম্পারণ জেলায় পাঁচিল ধসে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবার পিছু ৪ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার।

বিহারের আকাশে বাসা বাঁধা ঘূর্ণিঝড় গতকালের তাণ্ডবের মূল কারণ। পাশাপাশি বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ তৈরি হওয়ায় শুরু হয় প্রচণ্ড বৃষ্টি।পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, দ্বারভাঙা, সীতামারি ও মাধেপুরা জেলায় ভীষণ বৃষ্টি হয়েছে।

পটনা আবহাওয়া অফিস জানিয়েছে, ১২ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে, ফলে শুরু হতে পারে সাইক্লোন। এর ফলে দক্ষিণ পূর্ব আরব সাগর ও বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টায় বর্ষা এগিয়ে আসতে পারে। আবহাওয়া অফিস বলেছে, ঠিক সময়েই বর্ষা নামবে বিহারে। সাধারণত ১০ জুন এ রাজ্যে বর্ষা আসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন