News71.com
 International
 29 May 17, 03:42 PM
 207           
 0
 29 May 17, 03:42 PM

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার দায়িত্বে নারী এসপিজি।।  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার দায়িত্বে নারী এসপিজি।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সোমবার ছ’দিনের জন্য জার্মানি,স্পেন,রাশিয়া ও ফ্রান্স সফরে যাচ্ছেন। তবে তার বিদেশ সফরের শুরুতেই এবার দিল্লি বিমানবন্দরে দেখা গেল অন্য এক ছবি। কারণ এদিন দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে দেখা গেল এক নারী এসপিজিকে। এমনিতেই পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই কেন্দ্রীয় গোয়েন্দারা বারবার সতর্ক করে জানিয়েছেন,সন্ত্রাসবাদীদের নিশানায় রয়েছেন নরেন্দ্র মোদি। গোয়েন্দাদের আশঙ্কা রয়েছে,কোনও জনসভায় বা ভিড়ের মধ্যে কোন নারী জঙ্গি হামলা চালাতে পারে মোদির উপরে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রালয়ের কর্মকর্তারা জানিয়েছেন,নারীদের দিয়ে হামলার ছক কষা নতুন কৌশল নয়। নারী জঙ্গির হাতেই নিহত হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। আশির দশক থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে জঙ্গি কার্যকলাপে নারীদের ব্যবহার করার চল বাড়তে শুরু করেছে। ইরাক,চেচনিয়া,ইজরায়েল,মিশর,তুরস্ক,শ্রীলঙ্কা বিভিন্ন দেশেই নারী সন্ত্রাসবাদ বেড়েছে।

এসপিজি বা স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপের সদস্যরা দেশের প্রধানমন্ত্রী,প্রাক্তন প্রধানমন্ত্রীর ও তাদের পরিবারের নিরাপত্তার দায়িত্বে থাকেন। ১৯৮৮ সালে সংসদে আইন এনে এই বিশেষ বাহিনী গঠন করে ভারত। বাছাই করা এসটিএফ ও অফিসারদের নিয়ে তৈরি হয় এই এসপিজি। তাই মোদি চার দেশ সফরে যাওয়ার সময় নারী এসপিজির উপর ভরসা রাখায় অনেকেই তার প্রশংসা করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন