News71.com
 International
 12 Apr 16, 01:23 AM
 614           
 0
 12 Apr 16, 01:23 AM

ব্রাজিলের প্রেসিডেন্ট রৌসেফের অভিশংসনের পক্ষে ভোট কংগ্রেসনাল কমিটির ।।

ব্রাজিলের প্রেসিডেন্ট রৌসেফের অভিশংসনের পক্ষে ভোট কংগ্রেসনাল কমিটির ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের কংগ্রেসনাল কমিটি দেশটির প্রেসিডেন্ট দিলমা রৌসেফের অভিশংসনের পক্ষে ভোট দিয়ে দিয়েছে । এতে অভিশংসন এড়ানোর চেষ্টারত রৌসেফের প্রত্যাশা বড় ধরনের ধাক্কা খেয়েছে ।

 ব্রাজিলের ক্রমবর্ধমান বাজেট ঘাটতি লুকাতে প্রেসিডেন্ট রৌসেফ সরকারি হিসাব প্রভাবিত করেছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগে প্রেসিডেন্টকে অভিশংসনের মুখোমুখি করতে চান দেশটির কংগ্রেসের বিরোধীদলীয় সদস্যরা । কংগ্রেসের নিম্নকক্ষে অভিশংসনের বিষয়ে ভোটাভুটির আগে প্রেসিডেন্টের অভিশংসনের পক্ষে কতটা সমর্থন আছে তা যাচাই করতে কংগ্রেসনাল কমিটির সদস্যদের মধ্যে ভোটাভুটি হয়। কমিটির ৬৫ সদস্যের মধ্যে ৩৮ জন অভিশংসনের পক্ষে ভোট দেন। বিপক্ষে ২৭ ভোট পড়ে ।

অনেকটা প্রতিকী হলেও এই ভোট গ্রহণের সময় রৌসেফের সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি স্লোগানে পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পরেছিল। কংগ্রেসনাল কমিটির এই ভোটের পর কংগ্রেসের নিম্নকক্ষের পূর্ণ ভোটের দিকে এখন সবার নজর। ১৭ বা ১৮ই এপ্রিল কংগ্রেসের নিম্নকক্ষে বিষয়টির ওপর ভোট গ্রহণ করা হবে । অভিশংসনের দাবিটি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠাতে নিম্নকক্ষে এর পক্ষে ৩৪২টি ভোট দরকার হবে ।

উল্লেখ্য, ২৯২ জন সদস্য অভিশংসনের পক্ষে আছেন, বিপক্ষে আছেন ১১৫ জন এবং ১০৬ জন সিদ্ধান্তহীন । যদি নিম্নকক্ষে অভিশংসনের পক্ষে প্রয়োজনীয় ভোট পড়ে তবে বিষয়টি সিনেটে উঠবে। সিনেটের ভোটাভুটিতে অভিশংনের পক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট পড়লেই অভিশংসনের মুখোমুখি হতে হবে প্রেসিডেন্ট রৌসেফকে । সিনেটে অভিশংসনের বিচার চলাকালে ১৮০ দিনের জন্য সাময়িক বরখাস্ত হবেন প্রেসিডেন্ট রৌসেফ। ওই সময়ের জন্য ভাইস প্রেসিডেন্ট বিরোধীদল পিএমডিবির নেতা মিশেল তেমের অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করবেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন