আন্তর্জাতিক ডেস্কঃ ড্রোন থেকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হোক পাকিস্তানকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এমনই দাবি তুলল মার্কিন কংগ্রেসের সদস্যরা। পাকিস্তান জঙ্গিদের ‘সেফ হেভেন’ বলে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। একজন নতুন প্রেসিডেন্ট হিসেবে স্বাভাবিকভাবেই প্রথম দিকে সঙ্গী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নিতে চাইবেন ট্রাম্প। সেই আশঙ্কাতেই মার্কিন কংগ্রেসের তরফে তাঁকে পরমার্শ দেওয়া হয়েছে যে,পাকিস্তানের সঙ্গে সম্পর্কে যেন কোনোরকম নরম মনোভাব না দেখান ট্রাম্প।
মার্কিন কংগ্রেসের সদস্য আদম কিনজিংগার বলেন, কোনও দ্বিধা না করে আমাদের সব ঘটনা খতিয়ে দেখতে হবে ও সেইমত ব্যবস্থা নিতে হবে।প্রয়োজনে হামলা চালাতে হবে পাকিস্তানে । পাশাপাশি,আরও বেশি করে অ্যান্টি-টেরর মুভমেন্ট চালানোর পরমার্শও দেওয়া হয়েছে ট্রাম্পকে। তিনি আরও বলেন,আমাদের এই স্পষ্ট বার্তা দেওয়া জরুরি যে যেহেতু পাকিস্তান সরকার সেরকম কোনও ব্যবস্থা নিচ্ছে না,তখন আমাদেরও সীমান্ত পেরিয়ে আঘাত করতে হবে। এর আগে ওবামা প্রশাসন পাকিস্তানের ট্রাইবাল জোনে একাধিক ড্রোন হামলা চালিয়েছে।