News71.com
 International
 27 May 17, 05:43 PM
 193           
 0
 27 May 17, 05:43 PM

২০১৭ সালের গত ৪ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ১,৫৩০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু।।

২০১৭ সালের গত ৪ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ১,৫৩০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু।।

আন্তর্জাতিক ডেস্কঃ ২০১৭ সালের মাত্র ৪ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এক হাজার ৫৩০ জনের মৃত্যু হয়েছে। আগের বছরও একই মেয়াদে প্রায় সমান সংখ্যক লোকের মৃত্যু হয়েছিল। জাতিসংঘ অভিবাসন সংস্থা (আইওএম) গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে। আইওএমের প্রতিবেদনে আরও বলা হয়,এ বছর সাগর পথে প্রায় ৬০ হাজার ৫২১ জন অভিবাসী ও শরণার্থী ইউরোপে প্রবেশ করে। এদের মধ্যে ৮০ শতাংশের বেশি ইতালিতে যায় এবং বাকিরা গ্রিস,সাইপ্রাস ও স্পেনে প্রবেশ করে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান দু'জারিক সংবাদ ব্রিফিংয়ে একথা জানান। তিনি আরও বলেন,গত ৭২ ঘন্টায় আরও প্রায় ৬ হাজার লোককে সমুদ্র থেকে উদ্ধার করা হয়। তবে এই সংখ্যা আগের সংখ্যার সাথে যুক্ত করা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন