News71.com
 International
 25 May 17, 02:20 PM
 188           
 0
 25 May 17, 02:20 PM

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ওপর ভারতীয় সেনার হামলার পাকিস্তানি অভিযোগ ভিত্তিহীন ।। জাতিসংঘ  

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ওপর ভারতীয় সেনার হামলার পাকিস্তানি অভিযোগ ভিত্তিহীন ।। জাতিসংঘ   

আন্তর্জাতিক ডেস্ক : পাক সেনা দাবি করেছিল, রাষ্ট্রপুঞ্জের পর্যবেক্ষকদের ওপর হামলা চালিয়েছে ভারতীয় সেনা। দাবি উড়িয়ে খোদ রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের অফিস জানিয়ে দিল, এই অভিযোগের কোও প্রমাণ নেই। তারা এক বিবৃতিতে অভিযোগ করে, নিয়ন্ত্রণেরেখার কাছে রাষ্ট্রপুঞ্জের মিলিটারি পর্যবেক্ষকদের ২ অফিসারের গাড়িতে হামলা চালিয়েছে ভারতীয় সেনা। গাড়িতে ছিলেন ফিলিপিনসের মেজর এমানুয়েল ও ক্রোয়েশিয়ার মেজর মির্কো।

কিন্তু সেই অভিযোগ উড়িয়ে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র জানিয়ে দিয়েছেন, গতকাল বিকেলে পাক সেনার সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের ভীম্বের জেলা দিয়ে যাওয়ার সময় রাষ্ট্রপুঞ্জের পর্যবেক্ষকরা গুলির শব্দ শুনতে পান। কিন্তু তাঁদের ওপরেই যে হামলা চলে তার কোনও প্রমাণ নেই। কোনও পর্যবেক্ষক এর ফলে আহতও হননি। ভারত-পাকিস্তান সাম্প্রতিক অশান্তি নিয়ে তিনি বলেন, কাশ্মীর পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপুঞ্জ চিন্তিত, মহাসচিব বিষয়টির দিকে নজর রাখছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন