আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের একটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১০ সেনা নিহত হয়েছেন। প্রাথমিকভাবে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। আজ দুপুরে সুত্র এ খবর জানিয়েছে। দেশটির দক্ষিণ-মধ্যাঞ্চলে এর আগে গত ২১ মে তালেবানদের অতর্কিত হামলায় পুলিশের ২০ কর্মকর্তা নিহত হয়েছিলেন। এ সময় তালেবানদেরও বেশ কিছু সদস্য হতাহত হয়েছিলন।