News71.com
 International
 11 Apr 16, 06:39 AM
 620           
 0
 11 Apr 16, 06:39 AM

গ্রীসের একটি সমুদ্রবন্দরই কিনে নিলো চীন ।।

গ্রীসের একটি সমুদ্রবন্দরই কিনে নিলো চীন ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি চায়না কসকো শিপিং কর্পোরেশন গ্রীসের বৃহত্তম সমুদ্রবন্দর পাইরিয়াসের সিংহভাগ মালিকানা কিনে নিয়েছে চীন। দেশটির রাষ্ট্রায়ত্ত কোম্পানি চায়না কসকো শিপিং করপোরেশন এটি কিনে নেয়। ৩৬ কোটি ৮৫ লাখ ইউরোর (৪২ কোটি মার্কিন ডলার) বিনিময়ে এই বন্দরটির ৬৭ শতাংশ মালিকানা কিনেছে কোম্পানিটি।

 সম্প্রতি স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, ২৮ কোটি ৫ লাখ ইউরোর বিনিময়ে কসকো এরই মধ্যে বন্দরের ৫১ ভাগ মালিকানা পেয়েছে। চুক্তির শর্তানুযায়ী বন্দরের উন্নয়নে বিনিয়োগসাপেক্ষে ৫ বছর পর অতিরিক্ত ৮ কোটি ৮০ লাখ ইউরো পরিশোধের মাধ্যমে পাইরিয়াসের আরো ১৬ শতাংশ মালিকানা পাবে কসকো। গ্রীসের বেসরকারীকরণ সংস্থার সঙ্গে শুক্রবার এ-সংক্রান্ত চূড়ান্ত চুক্তি হয়।

 ইউরোপীয় ঋণদাতাদের শর্ত মানতে গ্রীসকে অনেকগুলো জাতীয় সম্পদ বেসরকারি খাতে ছেড়ে দিতে হচ্ছে। এর আগে গত বছর পর্যটনসমৃদ্ধ দেশটির ১৪টি আঞ্চলিক বিমানবন্দর অধিগ্রহণ করেছে জার্মানির রাষ্ট্রায়ত্ত খাতের একটি সহযোগী কোম্পানি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন