News71.com
 International
 07 May 17, 10:10 AM
 220           
 0
 07 May 17, 10:10 AM

চুক্তি লঙ্ঘন করে ভারতীয় সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণ।। ফের অশান্ত কাশ্মির

চুক্তি লঙ্ঘন করে ভারতীয় সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণ।। ফের অশান্ত কাশ্মির

 

আন্তর্জাতিক ডেস্কঃ সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতীয় সেনাদের লক্ষ্য করে ফের গুলি চালাতে শুরু করল পাকিস্তানি সেনারা। পুঞ্চের বালাকোট সেক্টরে শুরু হয় এই গুলিবর্ষণ। গতকাল শনিবার রাত ৭টা ৪০ মিনিট নাগাত শুরু হয় পাকিস্তানি সেনাদের এই গুলিবর্ষণ। সূত্রের খবর,এবার পাকিস্তানি সেনাদেরকেও পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনারা। যদিও এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে একই দিনে জম্মু-কাশ্মীরের কুলগামে পুলিশের উপর জঙ্গি হামলা হয়। যেখানে এখনও পর্যন্ত নিহত হয়েছেন চারজন। তাদের মধ্যে দুই পুলিশ কর্মী ও দুই স্থানীয় বাসিন্দা রয়েছে। গুরুতর আহত হয়েছেন চার জন। কুলগাম মিরবাজার এলাকায় পুলিশের উপর হামলা করেছে জঙ্গিরা। সূত্রের খবর,যখন একদল পুলিশ কর্মী এলাকায় টহলদারি চালাচ্ছিলেন তখনই ঘটেছে হামলা। হাইওয়ের উপর তাদের উপর হামলা চালায় জঙ্গিরা।

কুলগামের এই হামলার সঙ্গে পাকিস্তানি সেনার সিসফায়ারের কোনও যোগসূত্র থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বেশির ভাগ সময়ই সীমান্ত দিয়ে ভারতে জঙ্গি ঢোকানো ও জঙ্গিদের সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢোকার সুযোগ করে দিতেই ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি করে থাকে পাক সেনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন