নিউজ ডেস্কঃ অবৈধভাবে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৫ লক্ষাধিক অভিবাসীকে সুখবর দিলো নিউইয়র্ক সিটি প্রশাসন। সিটি মেয়রের অভিবাসন সম্পর্কিত কমিশনার নিশা আগরওয়াল গতকাল বুধবার সিটি কাউন্সিলের শুনানিতে বলেছেন,প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর নীতির কারণে বিপদগ্রস্ত অবৈধ অভিবাসীকে আইনগত সহায়তার জন্যে সামনের বাজেটে ১৬.৪ মিলিয়ন ডলার বরাদ্দ করা হচ্ছে। মেয়র বিল ডি ব্লাসিয়োর আগ্রহে এ অর্থ বরাদ্দ করার কথাও উল্লেখ করেন নিশা।
নিউইয়র্ক সিটির অবৈধ অভিবাসীসহ সকল অভিবাসীর মানবাধিকার ও ভাষাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আসন্ন বাজেটে বরাদ্দের পরিমাণ হবে ৩০ মিলিয়ন ডলার। এ তথ্যও প্রকাশ করেন ভারতীয়-আমেরিকান নিশা আগরওয়াল। গত বাজেটে এই খাতে বরাদ্দ ছিল মাত্র ১২ মিলিয়ন ডলার।নিশা জানান,গরিব অবৈধ অভিবাসীরা অগ্রাধিকার পাবেন তাদের বিরুদ্ধে জারিকৃত বহিষ্কারাদেশ ঠেকাতে এটর্নির ফি বাবদ। এ ব্যাপারে কর্মরত ‘নিউইয়র্ক ইমিগ্র্যান্ট ফ্যামিলি প্রজেক্ট’ চলতি বাজেটের বরাদ্দ অনুযায়ী ১৪৫০ অবৈধ অভিবাসীকে আইনগত সহায়তা দিয়েছে। আরো অনেকেই আইনগত সহায়তা চাচ্ছেন বলে সিটি মেয়রের এই প্রতিনিধি উল্লেখ করেন।
এদিকে,সিটি মেয়র এক বিবৃতিতে ২৬ এপ্রিল বলেছেন,প্রেসিডেন্ট ট্রাম্পের অ-আমেরিকান নীতির কাছে আমরা কোনভাবেই নতি স্বীকার করবো না। আমরা সবসময় অভিবাসীদের স্বাগত জানাবো নিউইয়র্কে। কারণ,তাদেরর রক্ত-ঘামেই নিউইয়র্ক সিটি গড়ে উঠছে এবং বিশ্বে শ্রেষ্ঠ সিটিতে পরিণত হয়েছে। নিউইয়র্ক সিটির নিরাপত্তায় অভিবাসী সমাজের ভূমিকাও অস্বীকারের উপায় নেই। উল্লেখ্য,নিউইয়র্কের গভর্নর এন্ড্রু ক্যুমো ১০ মিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছেন। এবং অবৈধ অভিবাসীদের আইনগত সহায়তার জন্যে হটলাইন চালু করেছেন।