News71.com
 International
 09 Apr 16, 12:40 PM
 639           
 0
 09 Apr 16, 12:40 PM

অং সান সু চির ঘোষনানুযায়ী মিয়ানমারে কারাগার থেকে মুক্তি পেল ৬৯ শিক্ষার্থী ।।

অং সান সু চির ঘোষনানুযায়ী মিয়ানমারে কারাগার থেকে মুক্তি পেল ৬৯ শিক্ষার্থী ।।

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিশ্রুতি মোতাবেক মিয়ানমারের রাজবন্দিদের মুক্তি দেয়া শুরু করেছে অং সান সু চির নেতৃত্বাধীন নতুন নির্বাচিত সরকার । মুক্তি অংশ হিসেবে ইতিমধ্যেই কারাগার থেকে ৬৯ রাজবন্দীকে মুক্তি দিয়েছে। বিবিসি জানিয়েছে মুক্তি পাওয়া বন্দিদের সকলেই শিক্ষার্থী।

 উল্লেখ্য গত বৃহস্পতিবার দেশের রাজবন্দীদের মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছিলেন অং সান সু চি। এর ধারাবাহিকতায় রাজবন্দীদের মুক্তি দিতে গতকাল শুক্রবার কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দেয় স্থানীয় একটি আদালত। ওই শিক্ষার্থীরা সামরিক সরকারের সময় আটক হয়েছিলেন।

 জানাগেছে এখনো মিয়ানমারের বেশ কয়েকটি কারাগারে ৪শ`র মত রাজবন্দী রয়েছেন। আইনগত প্রক্রিয়ার কারণে তাদের মুক্তিতে আরো কিছুদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রায় এক বছর পর ওই রাজবন্দী শিক্ষার্থীদের মুক্তিতে আদালত চত্বরে আনন্দ আর উল্লাস ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন পর স্বজনদের সঙ্গে মিলিত হতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষার্থীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন