আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর প্রদেশসহ ভারতের বিভিন্ন রাজ্যে গরুর মাংসের বিষয়ে কঠোর অবস্থান নেওয়া ভারতের শাসক দল বিজেপি উত্তর-পূর্ব ভারতে গোমাংসের ওপর নিষেধাজ্ঞায় ছাড় দিয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের বিজেপি সভাপতি বিপ্লব দেব বুধবার এক সাংবাদিক সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন।
খ্রিষ্টধর্মাবলম্বী অধ্যুষিত মেঘালয়,মিজোরাম ও নাগাল্যান্ড বিধানসভা ভোটের আগে রাজ্যগুলোর বিজেপি নেতারা আগেই জানিয়েছিলেন,তাঁরা ক্ষমতায় এলে গোমাংস নিষিদ্ধ হবে না। এবার বিজেপির ত্রিপুরা সভাপতি বললেন,গোটা উত্তর-পূর্ব ভারতেই গোমাংসে ছাড় দিচ্ছে বিজেপি। সিপিএমের তরফে এটাকে দ্বিচারিতা বলে পাল্টা কটাক্ষ করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে আগরতলায় বিজেপির ত্রিপুরা রাজ্য সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব,দলের রাজ্য প্রভারী সুনীল দেওধর,রাজ্য সম্পাদক সুব্রত চক্রবর্তী। ওডিশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে দলের কার্যকরী সমিতির বৈঠকে ত্রিপুরা নিয়ে গৃহীত দলের সর্বোচ্চ পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের অবহিত করা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিপ্লব এদিন বলেন,গোমাংস ইস্যুতে শুধু ত্রিপুরা নয়,উত্তর-পূর্ব ভারতকেই ছাড় দেওয়া হয়েছে।
বিপ্লব দেবের এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা সিপিএমের পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক পবিত্র কর। তিনি বলেন, এটা দ্বিচারিতা। উত্তর প্রদেশে গরু তো দূরের কথা,মাছ-মাংস-ডিম খাওয়াই বন্ধ করে দিচ্ছে বিজেপি সরকার।
শুধু গরুর ওপর নিষেধাজ্ঞায় ছাড় দেওয়াই নয়,এদিন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে উদ্ধৃত করে মুসলিমদের দুঃখ-দুর্দশা’র কথাও উল্লেখ করেন বিপ্লব। বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ,কংগ্রেস,সিপিএম ও তৃণমূলের জন্যই অনগ্রসর শ্রেণির মানুষের (ওবিসি) জন্য নতুন আইন পাস করতে পারছে না কেন্দ্রীয় সরকার। এটা পাস করাতে পারলেই ওবিসিদের অবস্থার উন্নতি হবে। এই ওবিসির মধ্যে মুসলিমরাও অনেকে পড়েন বলে বিপ্লব স্মরণ করিয়ে দেন। তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশ সংখ্যালঘুদের চিহ্নিত করে তাদের মধ্যে ব্যাপক প্রচার চালাবে বিজেপি।
বিজেপির এই মুসলিমপ্রেম’কে মোটেই ভালোভাবে নিচ্ছেন না অন্য দলগুলো। সিপিএম নেতা পবিত্র কর আমাদেরকে বলেন,যাঁরা ধর্ম নিয়ে রাজনীতি করে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে ক্ষমতা দখল করতে চায়,তাঁদের এ রাজ্যের মানুষ বিশ্বাস করতে পারে না।
বিজেপিকে পুরোপুরি সাম্প্রদায়িক এবং মুসলিমবিরোধী দল বলে মন্তব্য করেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি তাপস দে। আর তৃণমূল বিধায়ক সুদীপ রায়বর্মণ প্রথম আলোকে বলেন, মুসলিম দরদ আসলে রাজনৈতিক ভাঁওতা ছাড়া কিছুই নয়। মানুষ কী খাবে, কী পরবে—সেটা কোনো দল ঠিক করে দিতে পারে না।