News71.com
 International
 19 Apr 17, 11:36 AM
 201           
 0
 19 Apr 17, 11:36 AM

ভারতের মধ্যপ্রদেশে আতশবাজি কারখানার অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু।। 

ভারতের মধ্যপ্রদেশে আতশবাজি কারখানার অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু।। 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে একটি আতশবাজির কারখানায় অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ইন্দোরের রানিপুরাতে গুরবিন্দর সিং নামে এক ব্যক্তির আতশবাজির কারখানায় ওই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরই পুরো কারখানায় আগুন লেগে যায়। এসময় দোকানের ভিতর থাকা মালিকসহ ৭ জন পুড়ে মারা যান। আগুন ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি দোকানেও। পাশে থাকা বেশ কয়েকটি গাড়িও পুড়ে যায়।

পুলিশের প্রাথমিক অনুমান,কারখানার মধ্যে থাকা গ্যাস সিলিন্ডার ফেটেই এই দুর্ঘটনা ঘটতে পারে। শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। বিস্ফোরণের খবর পেয়েই ছুটে যায় ফায়ার সার্ভিসের গাড়ি। আগুন এখন নিয়ন্ত্রণে আনা গেছে বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন