News71.com
 International
 18 Apr 17, 11:52 PM
 190           
 0
 18 Apr 17, 11:52 PM

ঋণ খেলাপির দায়ে বির্তকিত ব্যবসায়ী বিজয় মালিয়া গ্রেফতার... 

ঋণ খেলাপির দায়ে বির্তকিত ব্যবসায়ী বিজয় মালিয়া গ্রেফতার... 

আন্তর্জাতিক ডেস্ক : বির্তকিত ব্যবসায়ী, ঋণ খেলাপির দায়ে অভিযুক্ত বিজনেস টাইকুন বিজয় মালিয়াকে লন্ডনে গ্রেফতার করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। তাকে মেট্রোপলিটন আদালতে হাজির করা হবে। এবছরই ফেব্রুয়ারিতে ভারত সরকারের তরফে ব্রিটেনের কাছে একটি আবেদনপত্র পাঠানো হয়। সেখানেই অনুরোধ করা হয় ব্রিটিশ হাইকমিশন যেন পলাতক শিল্পপতি বিজয় মালিয়াকে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দেয়।

ওই আবেদনে ভারতে তার বিরুদ্ধে অর্থ কারচুপি ও ঋণ খেলাপি সংক্রান্ত মামলা চলছে বলে উল্লেখ করা হয়। গত বছরের মার্চে লন্ডন পালিয়ে যান বিজয় মালিয়া। এরপর নয়াদিল্লি তার পাসপোর্ট বাতিল করে। উল্লেখ্য, বিজয় মালিয়ার বিরুদ্ধে বর্তমানে ৯ হাজার কোটি টাকা অনাদায়ী ঋণের মামলা চলছে। ১৭টি ব্যাংক তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাকে ফিরিয়ে আনতে সিবিআই দল শিগগিরই লন্ডন যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন