আন্তর্জাতিক ডেস্কঃ পর্তুগালের রাজধানী লিসবনের উপকণ্ঠে গতকাল সোমবার বিমান বিধ্বস্ত হয়ে ৫জন প্রাণ হারিয়েছেন। সুইস নিবন্ধিত ছোট আকারের এ বিমান সুপার মার্কেটের একটি গুদামঘরে বিধ্বস্ত হলে এ প্রাণহানির ঘটনা ঘটে। উদ্ধার সংস্থার এক বিবৃতিতে বলা হয়,এ দুর্ঘটনায় বিমানে থাকা ৪আরোহীর সকলেই এবং ১ ট্রাকচালক নিহত হন। দুর্ঘটনার সময় এ ট্রাকচালক ওই গুদামঘরেই ছিলেন। বিমান আরোহীদের মধ্যে একজন সুইজারল্যান্ডের এবং অপর ৩জন ফরাসি নাগরিক। এ ঘটনায় আরও ৩জন সামান্য আহত হয়েছেন।
সুপার মার্কেটের ওই গুদামঘর রাজধানী লিসবনের কেন্দ্রস্থল থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে কাসকাইস এলাকায় অবস্থিত। সুত্র জানায়,নিহতদের মধ্যে ওই বিমানের পাইলট,৩যাত্রী ও ১ ট্রাকচালক রয়েছেন। পাইলট ফরাসি নাগরিক। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা ও আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকল বাহিনীর ৯০ জন সদস্যকে পাঠানো হয়েছে। বিমান দুর্ঘটনায় পার্শ্ববতী একটি বাড়িরও ক্ষতি হয়েছে।