News71.com
 International
 16 Apr 17, 07:04 PM
 303           
 0
 16 Apr 17, 07:04 PM

অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় রেল পুলিশের হাতে ১৩ মিয়ানমারের নাগরিক আটক।।

অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় রেল পুলিশের হাতে ১৩ মিয়ানমারের নাগরিক আটক।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় রেল পুলিশের হাতে আটক হল মিয়ানমারের ১৩ নাগরিক। আজ রবিবার সকালে বাংলাদেশ সীমান্ত পার হয়ে ভারতে ঢোকার পরই তাদের আটক করে রেল পুলিশ। পুলিশ সূত্রে খবর গতকাল শনিবার রাতে পেট্রাপোল সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে এই মিয়ানমারের বাসিন্দারা। আজ রবিবার সকালে বনগাঁ থেকে ট্রেনে চেপে শিয়ালদহ স্টেশনে আসার সময় শিয়ালদহ রেল ডিভিশনের সংহতি স্টেশনে তাদের আটক করে জিআরপি। এরপর ট্রেন থেকে নামিয়ে ফিরতি ট্রেনে তাদের বনগাঁয় নিয়ে আসা হয়। সেখানে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই ১৩ জনকে। এদের মধ্যে ৭ জন নাবালক রয়েছে। পাচারকারী সন্দেহে আটক করা হয় এক ব্যক্তিকেও। আগামীকাল তাদের বনগাঁ আদালতে তোলা হবে।

আটক হওয়া মিয়ানমারের বাসিন্দা মহম্মদ আয়ুব জানান ‘দেশে অত্যাচারিত হয়ে ২বছর আগে দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলাম। কিন্তু সেখানেও খুব কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছিল। আমরা কাজের খোঁজে বেঙ্গালুরু যাচ্ছিলাম। ভারতে প্রবেশের কোন বৈধ নথি বা কাজগপত্র ছিল না বলেও জানান তিনি। রেল পুলিশ সূত্রে জানা গেছে,এদিন সকালে পেট্রাপোল থেকে কলকাতা হয়ে কাজের খোঁজে বেঙ্গালুরুর যাচ্ছিল তারা। কিন্তু পথেই তাদের আটক করা হয়। ট্রেনের মধ্যেই রুটিন পরীক্ষার সময় তাদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ায় প্রথমে ট্রেন থেকে নামানো হয়। এরপর তুলে দেওয়া হয় রেল পুলিশের হাতে। তবে বিএসএফ’এর নজর এড়িয়ে কিভাবে তারা ভারতে প্রবেশ করল বা ভারতে প্রবেশের পিছনে কোন অভিসন্ধি রয়েছে কি না তা খতিয়ে দেখছে রেল পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন