News71.com
 International
 15 Apr 17, 10:34 PM
 209           
 0
 15 Apr 17, 10:34 PM

আবারও জেলে যাচ্ছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।।

আবারও জেলে যাচ্ছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফের আইনি সমস্যায় জড়ালেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। গতকাল শনিবার অন্ধেরি মেট্রোপলিটন আদালত সঞ্জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ২০০৫ সাল থেকে চলা একটি মামলায় আদালতের শুনানিতে হাজিরা না দেওয়ায় এই পরোয়ানা জারি করা হয়েছে।

মামলাটি লড়ছেন চিত্র নির্মাতা শাকিল নুরানি। বহু দিন আগে একটি সিনেমা করার জন্য সঞ্জয় দত্তকে ৫০ লক্ষ টাকার চেক দেন তিনি। কিন্তু টাকা নিয়েও শুটিংয়ে মাত্র ২ দিন হাজির ছিলেন সঞ্জয়। অনেকবার অনুরোধ করা সত্ত্বেও তিনি আসেননি। চুক্তি অনুযায়ী প্রায় ১ কোটি টাকা শাকিলকে ফেরত দিতে হত সঞ্জয়ের। এরপর সেই মোতাবেক চেক লিখে দেন সঞ্জয়। তবে সেই চেক বাউন্স করে। তার পরই মামলা করা হয় তার বিরুদ্ধে।

এর আগে ২০১৩ সালেও এই মামলায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় সঞ্জয়ের বিরুদ্ধে। পরে অবশ্য আদালতে গিয়ে ক্ষমা চেয়ে নেন তিনি। পরবর্তী শুনানিতে হাজির থাকার কথাও বলেন। কিন্তু তার পর থেকে আর হাজিরা দেননি আদালতে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন