আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি ভারতের প্রাক্তন নেভি অফিসার কুলভূষণ যাদবকে গোয়েন্দা অভিযোগে অভিযুক্ত করা হয়। এরপর এই কুলভূষণ যাদবের মুক্তিকে ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে দর কষাকষি। ভারতের নৌ-অফিসারের এই মৃত্যুদণ্ডের সিদ্ধান্তে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আপাতত নিম্নগামী। সম্প্রতি জানা গেছে,কুলভূষণের এই মৃত্যুদণ্ডের সিদ্ধান্তের কথা জানতেন না পাকিস্তান সরকারও।
গত ১০এপ্রিল দুপুর ২ টায় নৌ-অফিসার কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের সিদ্ধান্তের কথা জানতে পারে ভারত। একই সময় জানতে পারে পাকিস্তানও। জানা গেছে, বিষয়টি সম্পর্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও কিছু জানতেন না৷ পাক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরতাজ আজিজ পাক সেনা এবং সরকারের মধ্যে সংযোগ স্থাপন করেন। তার কাছেও এই সম্পূর্ণ বিষয়টিই অজানা ছিল। তিনি বলেন,গত বছর মার্চে কুলভূষণ যাদবকে গ্রেফতার করার পর থেকে তাঁর মামলা-বিচার সম্পূর্ণ বিষয়টিই অজানা ছিল।