আন্তর্জাতিক ডেস্কঃ গা শিউরানো এ ঘটনা দক্ষিণ মেক্সিকোর সিনালোয়া রাজ্যের এক শহরের। প্রত্যক্ষদর্শীদের বয়ান মতে,আকাশ দিয়ে উড়ে যাওয়ার পথে একটি প্লেন থেকে এক ব্যক্তিকে ছুড়ে ফেলা হয়। পরে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের ছাদ থেকে। প্লেন থেকে ছুড়ে ফেলার সময়ে ওই ব্যক্তি জীবীত ছিল কি না তা জানাতে পারেনি কেউ। গত বুধবার ওই রাজ্যের এক স্বাস্থ্য কর্মকর্তা জানান,স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে এল ডোরাডো শহরে এ ঘটনা ঘটে। প্রসঙ্গত,এ অঞ্চলটি কুখ্যাত মাদক সন্ত্রাসীদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানান,ঘটনার সময়ে ওই হাসপাতালের বাইরে দাঁড়ানো লোকজন দেখতে পান খুব নিচু দিয়ে উড়ে যাওয়া একটি প্লেন থেকে লোকটিকে ছুড়ে ফেলা হয়। সিনালোয়া রাজ্যের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেসাস মার্টিন রবলেস বলেন, আইএমএসএস হাসপাতালের ছাদে মারাত্মক আঘাতে সৃষ্ট জখমসহ একটি মরদেহ পাওয়া গেছে। তবে তা ওই উড়োজাহাজ থেকে ফেলা হয়েছে কি না তা নিশ্চিত করেননি তিনি।
জানা গেছে, কৃষিপ্রধান ওই এলাকায় পোকার হাত থেকে ফসল বাঁচাতে হরহামেশা প্লেন থেকে ওষুধ ছিটানো হয়ে থাকে। তাই বিভিন্ন ধরনের ছোট উড়োজাহাজ হররোজ দেখা যায় সেখানকার আকাশে। এদিকে,পাবলিক হেল্থ সার্ভিস কর্মকর্তা জানান,শহরের অন্যান্য স্থান থেকে অনুরূপ আরও ২টি মৃতদেহ পাওয়া গেছে। স্থানীয় মিডিয়া অবশ্য জানিয়েছে,ওই ২ব্যক্তিকেও একই প্লেন থেকে ফেলা হয়েছে। তবে দুর্বৃত্ত গ্যাংয়ের লোকজন দ্রুতই মরদেহ ২টি উদ্ধার করে নিয়ে গেছে।
সিনালোয়া হচ্ছে কুখ্যাত মাদক সম্রাট জোয়াকুইন ‘চ্যাপো’ গুজম্যানের নিজ রাজ্য। গতবছর গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত এতদঞ্চলের অবৈধ মাদক বাণিজ্য তার মুঠিতে ছিল। মেক্সিকো কর্তৃপক্ষ চলতি বছরের শুরুতে চ্যাপোকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করে। চাপোর গ্রেপ্তারের পর থেকে সিনালোয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়। ড্রাগ মাফিয়া গ্রুপগুলো অপরাধজগতের নিয়ন্ত্রণ নিতে বিরামহীন সংঘর্ষে জড়িয়ে পড়েছে।