News71.com
 International
 15 Apr 17, 08:26 PM
 191           
 0
 15 Apr 17, 08:26 PM

এবার হলিউডে বিচারকের আসনে অভি নেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।।

এবার হলিউডে বিচারকের আসনে অভি নেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফের ভারতবাসীদের মাথা উঁচু করলেন প্রিয়াঙ্কা চোপড়া। গর্ববোধ করালেন ভারতীয় হিসেবে। আন্তর্জাতিক রেড কার্পেটে সকলের নজর কাড়া, কোয়ান্টিকোতে সফল ডেবিউ আর আন্তর্জাতিক সম্মানে সম্মানিত এই বলিউড-স্টার এখন আরও একধাপ এগিয়ে গেলেন।

বেশ কয়েকদিন আগেই ঘোষণা হয়েছিল,পরিচালক অ্যামি বার্গ,অভিনেতা জাচেরি কুয়েন্টো ও উইলিয়াম ডাফোয়ে,প্রোডিউসার শেইলা নেভিন্সর সঙ্গে বিচারকের আসনে বসবেন প্রিয়াঙ্কা। আগামী ২৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। যেখানে দেখানো হবে দেশ বিদেশের তথ্যচিত্র। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হোস্ট করবেন মাইকেল রাপাপোর্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন