আন্তর্জাতিক ডেস্কঃ পেশায় একজন সম্মানিত পুলিশ কর্মকর্তা,বাবা এবং স্বামী হিসেবেও এক কথায় সেরা। কিন্তু সেই আপাত ভালো মানুষের মুখোশের আড়ালে তিনি আসলে একজন ভয়ঙ্কর অপরাধী। একের পর এক খুন অথবা ধর্ষণ করতে যার বুক কাঁপে না। তার নাম মিখাইল পপকভ,রাশিয়ার নাগরিক। তাকে যখন আদালতে জিজ্ঞাসা করা হয় তিনি কয়জন নারীকে ধর্ষণ এবং খুন করেছেন,তখন নির্লিপ্ত গলায় তিনি জানান,সংখ্যায় হিসেব রাখা হয়নি। কিন্তু পরে এর একটা হিসেব পাওয়া গেছে, দীর্ঘ ১৮ বছর ধরে ৮২ জন মহিলাকে ধর্ষণ এবং খুন করেছেন ৫৩ বছরের মিখাইল।
২০১৫ সালে এই সিরিয়াল কিলারকে যখন যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয় তখন তাঁর বিরুদ্ধে ২২ জন মহিলাকে খুন করার অভিযোগ ছিল। সাইবেরিয়ান রাশিয়ার এক শান্ত শহর আঙ্গার্রস্কের বিভিন্ন অংশের বাসিন্দা ছিলেন ওই নারীরা। সম্প্রতি তাঁর বিরুদ্ধে আরও ৬০টি খুনের অভিযোগ আনা হয়েছে। আর এই সব খুনই তিনি করেছেন পুলিশের চাকরিতে থাকাকালীন। এই ৬০টি অভিযোগ প্রমাণিত হলে মিখাইল হয়ে উঠবেন বিশ্বের ভয়ংকরতম সিরিয়াল কিলার। প্রত্যেক মহিলাই খুনের আগে বা পরে ধর্ষিতা হয়েছেন মিখাইলের হাতে। ১৭ থেকে ৪০ বছরের নারীরাই ছিলেন তার টার্গেট লিস্টে।