News71.com
 International
 15 Apr 17, 08:22 PM
 191           
 0
 15 Apr 17, 08:22 PM

গুপ্তচর সন্দেহে পাকিস্তানে আরও ৩ জন ভারতীয় গ্রেফতার।।

গুপ্তচর সন্দেহে পাকিস্তানে আরও ৩ জন ভারতীয় গ্রেফতার।।

আন্তর্জাতিক ডেস্কঃ কুলভূষণ যাধবের ফাঁসির নির্দেশ ঘিরে উত্তপ্ত আবহ সত্ত্বেও পিছু  হঠতে রাজি নয় পাকিস্তান। ভারতের চর তকমা দিয়ে আরও ৩জনকে গ্রেফতার করে সে কথাই বুঝিয়ে দিল ইসলামাবাদ। দ্য এক্সপ্রসে ট্রিবিউন-এর খবর অনুযায়ী র-এজেন্ট সন্দেহে পাকিস্তানে আরও ৩ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ৩জনের নাম হল-খালিল,ইমতিয়াজ এবং রশিদ।এরা  রাওয়ালকোটের সেনা হাসপাতাল,চীন-পাক অর্থনৈতিক করিডোরের বিভিন্ন প্রকল্প এবং চীনা ইঞ্জিনিয়ারদের ওপর হামলা চালানোর চেষ্টা করছিল বলে দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানে চরবৃত্তির চালানোর জন্য এদের কাছে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (র) নিয়মিত অর্থ পাঠাত বলে ইসলামাবাদ সূত্রে দাবি করা হয়েছে। এই ৩জনকে পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আইন এবং বিস্ফোরক আইনে  গ্রেফতার করা হয়েছে।

ভারতীয় সেনা এবং র' অফিসার মেজর রনজীত এবং মেজর সুলতানের সঙ্গে এরা নিয়মিত যোগাযোগ রাখা,সেনা ও র কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে একাধিকবার এরা নিয়ন্ত্রণ রেখা পেরোনো এবং  পাকিস্তানের আব্বাসপুরে বোমা বিস্ফোরণের সঙ্গে এদের যোগসূত্র ছিল বলে দাবি করেছে পাকিস্তান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন