News71.com
 International
 15 Apr 17, 08:10 PM
 200           
 0
 15 Apr 17, 08:10 PM

জম্মু-কাশ্মীরের শ্রীনগরের উপ-নির্বাচনে জিতলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লা।।

জম্মু-কাশ্মীরের শ্রীনগরের উপ-নির্বাচনে জিতলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লা।।

 

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীনগরের উপনির্বাচনে জিতলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লা। ফিরে পেলেন নিজের শ্রীনগর লোকসভা কেন্দ্রটি। পিডিপি-র নাজির আহমেদ খানকে ৯ হাজারের কিছু বেশি ভোটে হারিয়ে শ্রীনগরের উপনির্বাচনে জিতলেন ন্যাশনাল কনফারেন্স প্রধান।

২০১৪ সালে তৎকালীন পিডিপি প্রার্থী তারিক কার্নার কাছে হেরে যান আব্দুল্লা। পরে কার্না পিডিপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলে শ্রীনগর আসনটি ফাঁকা হয়। গত ৯ এপ্রিল শ্রীনগরে প্রথমে উপনির্বাচন হয়। কিন্তু ভোট ঘিরে রক্তাক্ত চেহারা নেয় উপত্যকা। নিরাপত্তা কর্মীর গুলিতে মৃত্যু হয় ৮বিক্ষোভকারী।

গত বৃহস্পতিবার ফের শ্রীনগরে ভোট গ্রহণ হলেও মাত্র ২% ভোট পড়ে। জম্মু-কাশ্মীরের ইতিহাসে এটাই সর্বনিম্ন ভোটের হার। ভোট গ্রহণের এই হাস্যকর ছবির জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছে কংগ্রেস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন