আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন বিমান বাহিনী মাধ্যাকর্ষণ শক্তিচালিত নতুন পরমাণু বোমার পরীক্ষা করেছে নেভাদা মরুভূমিতে। বি৬১ পরমাণু বোমার উন্নত সংস্করণ বি৬১-১২ এই বোমার পরীক্ষা চালানো হয়। বিমানে বহনকৃত এই বোমা বিমান সঠিকভাবে বহন করতে পারে কি না তা খতিয়ে দেখার জন্য এ পরীক্ষা চালানো হয়েছে।
এ প্রজাতির বোমায় কোনো ধরণের দিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই এবং বিমান থেকে ছেড়ে দেওয়ার পর মাধ্যাকর্ষণের টানে লক্ষ্যবস্তুর দিকে পড়তে থাকে। এ জন্য এ বোমাকে মাধ্যাকর্ষণ শক্তিচালিত পরমাণু বোমা বলা হয়।
পরীক্ষার সময় বোমার পরমাণু অংশ ব্যবহার করা হয় নি। এফ-১৬ জঙ্গিবিমান এ বোমা ফেলতে সক্ষম কিনা তাই যাচাই করা হয়েছে। পরীক্ষা সফল হয়েছে বলেও ঘোষণা করা হয়। মার্কিন অস্ত্রাগারের চার বি৬১ বোমার স্থলাভিষিক্ত হবে বি৬১-১২ এই বোম। ২০২০ সালের মার্চে এ বোমার প্রথম উৎপাদন শুরু হবে বলে মনে করা হচ্ছে।
উত্তর কোরিয়ার সঙ্গে টানাপড়েন তুঙ্গে এবং আফগানিস্তানে মার্কিন মাদার অফ অল বোম পরীক্ষা নিয়ে যখন বিশ্বে তীব্র প্রতিক্রিয়া চলছে তখন নতুন এ পরমাণু বোমা পরীক্ষার কথা ঘোষণা করা হলো। আমেরিকা পরমাণু যুদ্ধের অংশ হিসেবে এ বি৬১-১২ বোমার পরীক্ষা করছে বলে অনেকেই ধারণা করছেন।