News71.com
 International
 15 Apr 17, 08:09 PM
 210           
 0
 15 Apr 17, 08:09 PM

যুক্তরাষ্ট্রের মাধ্যাকর্ষণ শক্তিচালিত পরমাণু বোমার পরীক্ষা।।

যুক্তরাষ্ট্রের মাধ্যাকর্ষণ শক্তিচালিত পরমাণু বোমার পরীক্ষা।।

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন বিমান বাহিনী মাধ্যাকর্ষণ শক্তিচালিত নতুন পরমাণু বোমার পরীক্ষা করেছে নেভাদা মরুভূমিতে। বি৬১ পরমাণু বোমার উন্নত সংস্করণ বি৬১-১২ এই বোমার পরীক্ষা চালানো হয়। বিমানে বহনকৃত এই বোমা বিমান সঠিকভাবে বহন করতে পারে কি না তা খতিয়ে দেখার জন্য এ পরীক্ষা চালানো হয়েছে।

এ প্রজাতির বোমায় কোনো ধরণের দিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই এবং বিমান থেকে ছেড়ে দেওয়ার পর মাধ্যাকর্ষণের টানে লক্ষ্যবস্তুর দিকে পড়তে থাকে। এ জন্য এ বোমাকে মাধ্যাকর্ষণ শক্তিচালিত পরমাণু বোমা বলা হয়।

পরীক্ষার সময় বোমার পরমাণু অংশ ব্যবহার করা হয় নি। এফ-১৬ জঙ্গিবিমান এ বোমা ফেলতে সক্ষম কিনা তাই যাচাই করা হয়েছে। পরীক্ষা সফল হয়েছে বলেও ঘোষণা করা হয়। মার্কিন অস্ত্রাগারের চার বি৬১ বোমার স্থলাভিষিক্ত হবে বি৬১-১২ এই বোম। ২০২০ সালের মার্চে এ বোমার প্রথম উৎপাদন শুরু হবে বলে মনে করা হচ্ছে।

উত্তর কোরিয়ার সঙ্গে টানাপড়েন তুঙ্গে এবং আফগানিস্তানে মার্কিন মাদার অফ অল বোম পরীক্ষা নিয়ে যখন বিশ্বে তীব্র প্রতিক্রিয়া চলছে তখন নতুন এ পরমাণু বোমা পরীক্ষার কথা ঘোষণা করা হলো। আমেরিকা পরমাণু যুদ্ধের অংশ হিসেবে এ বি৬১-১২ বোমার পরীক্ষা করছে বলে অনেকেই ধারণা করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন