News71.com
 International
 15 Apr 17, 08:08 PM
 173           
 0
 15 Apr 17, 08:08 PM

ইসলামের বদনামের জন্য পাকিস্তানই দায়ি ।। নোবেলজয়ী মালালা ইউসুফ জাই

ইসলামের বদনামের জন্য পাকিস্তানই দায়ি ।। নোবেলজয়ী মালালা ইউসুফ জাই

আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি ধর্মবিদ্বেষের শিকার হয়ে পাকিস্তানের এক বিশ্ববিদ্যালয়ে খুন হয়েছে এক ছাত্র। তার পরিপ্রেক্ষিতেই এবার এক কড়া বার্তা দিলেন নোবেলজয়ী পাকিস্তানি  মালালা ইউসুফ জাই। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। এক ভিডিও মেসেজে তিনি বলেন,আমরা ইসলামোফোবিয়ার কথা বলি। কিন্তু কারা পাকিস্তানের নাম খারাপ করছে?কারা বদনাম করছে ইসলামকে? পাকিস্তানই দায়ি এর জন্য। আর কেউ নয়। পাকিস্তানই এর জন্য যথেষ্ট।

গত বৃহস্পতিবার মাশাল খান নামে সাংবাদিকতার এক ছাত্রকে খুন করা হয়। ইউনিভার্সিটি চত্বরেই এই ঘটনা ঘটে। মাশালের বিরুদ্ধে অভিযোগ ছিল,সে নিজেকে ধর্মহীন দাবি করেছিল। সেই কারণে তার বিশ্ববিদ্যালয়ের সামনেই তাকে পিটিয়ে মারা হয়। সে প্রসঙ্গেই মালালা বলেন,আসলে পাকিস্তানের মানুষের উচিৎ ধর্ম সংক্রান্ত ব্যাপারে আরও সচেতন হওয়া। ইসলাম ধর্ম শান্তি এবং সহিষ্ণুতা শেখায়। আমরা ইসলাম ফোবিয়া নিয়ে কথা বলি। অথচ আমাদের দেশের সম্পর্কে কোনও আলো ধারণাই নেই গোটা বিশ্বের। এর জন্য দায়ি নয় অন্য কেউই। আমরাই আমাদের জায়গাটা নষ্ট করেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন