News71.com
 International
 15 Apr 17, 06:00 PM
 171           
 0
 15 Apr 17, 06:00 PM

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আবর্জনার স্তুপ ধসে নিহত ১১।। 

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আবর্জনার স্তুপ ধসে নিহত ১১।। 

 

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে স্থানীয় সময় গতকাল শুক্রবার আবর্জনার স্তুপ ধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১৪৫ টির মতো বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজে নেমেছে। তারা স্তুপ পরিষ্কার করে দেখছে আর কেউ ধসে আটকা পড়েছে কিনা। জানা যায়,দেশটির রাজধানী শহরের উত্তর-পূর্বাঞ্চলের ৯১ মিটার দীর্ঘ একটি আবর্জনার ডাম্পিং স্টেশন স্তুপে আগুন লাগানো হয়। এসময় আগুন দ্রুত আবর্জনা পর্বতের উপরে ছড়িয়ে গেলে এ ধসের সৃষ্টি হয়। 

কলম্বোর জাতীয় হাসপাতালের মুখপাত্র পুষ্পা শৈসা জানান,নিহতদের মধ্যে ২জন ছেলে ও ২মেয়ে শিশুসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত অবস্থায়   হাসপাতালে ভর্তি করা হয়েছে ২১ জনকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন