আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ১৪ জন মারা গেছেন ও আরও ৩৭ জন নিখোঁজ হয়েছেন। আজ শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে এ কথা বলা হয়েছে।
গতকাল শুক্রবার ইস্ট আজারবাইজান প্রদেশে ভারী বৃষ্টিপাত দেখা দিয়েছে। আজাবশির জেলার প্রধান সরকারি কর্মকর্তা বলেন,উদ্ধারকর্মীরা ৩ নারী ও ৯ পুরুষের লাশ উদ্ধার করেছে।
রাষ্ট্রীয় টেলিভিশন জানায়,আজারশাহরে প্রাকৃতিক এই দুর্যোগে আরো দুইজন মারা গেছেন। এখনো ৩৭ জন নিখোঁজ রয়েছেন বলেও এতে বলা হয়।