News71.com
 International
 15 Apr 17, 11:47 AM
 185           
 0
 15 Apr 17, 11:47 AM

অনলাইন লেনদেনে কোটি টাকা জিতলেন ভারতের মহারাষ্ট্রের তরুণী।।

অনলাইন লেনদেনে কোটি টাকা জিতলেন ভারতের মহারাষ্ট্রের তরুণী।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ অনলাইনে লেনদেন করে ভারতের মহারাষ্ট্রের লাতুর জেলার তরুণী শ্রদ্ধা মোহন জিতে নিয়েছেন এককোটি টাকার পুরস্কার। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী তিনি। ডিজিটাল লেনদেন উৎসাহ করতে ভারতের কেন্দ্রীয় সরকার সাপ্তাহিক বা ত্রৈমাসিক লটারির সাহায্যে আকর্ষণীয় পুরস্কার জেতার ঘোষণা দিয়েছিল গেল বছরের শেষে। এরই আওতায় এ পুরস্কার জিতলেন তিনি।

নতুন মোবাইলের জন্য রুপি কার্ড ব্যবহার করে মাত্র ১৫৯০ রুপি কিস্তি পরিশোধ করে বিশাল অঙ্কের এ পুরস্কার জিতলেন শ্রদ্ধা। অন্যদিকে একহাজার ১০০ রুপি লেনদেন করে ৫০ লাখের দ্বিতীয় পুরস্কার জিতে নিয়েছেন প্রাথমিক স্কুল শিক্ষক হার্দিক কুমার। আর মাত্র ১০০ রুপি লেনদেন করে ২৫ লাখের তৃতীয় পুরস্কার পেয়েছেন ভারত সিং।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন