News71.com
 International
 15 Apr 17, 11:16 AM
 180           
 0
 15 Apr 17, 11:16 AM

আফগানিস্তানে মার্কিন বোমা হামলায় শঙ্কিত পাকিস্তান।।

আফগানিস্তানে মার্কিন বোমা হামলায় শঙ্কিত পাকিস্তান।।

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের নানগরহার প্রদেশে সর্ববৃহৎ অ-পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে আইএস জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে আমেরিকা। আফগান-পাক সীমান্তের পাশাপাশি আইএস পাকিস্তানের পশ্চিম-পূর্বাঞ্চলে ক্ষমতা বাড়িয়েছে বলেও সিআই,এমআই-সিক্সসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে প্রকাশিত হয়েছে। 

আফগানিস্তানের নানগরহার প্রদেশ পাকিস্তানের একেবারে গা ঘেঁষে। সীমান্তের ওপারে রয়েছে পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকা ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশ। সীমান্তের তোরখাম চেকপোস্ট দিয়ে ২ দেশের নাগরিকরা আসা যাওয়া  করেন৷ এলাকাটি দীর্ঘ সময় ধরে জঙ্গি কবলিত। প্রায়ই নাশকতার রক্তাক্ত হয় পাকিস্তানের এই এলাকা। 

নানগরহার প্রদেশে মার্কিন বোমা হামলায় পাকিস্তান চিন্তিত বলে দাবি করেছে সুত্র। ঘরের কাছে বৃহত্তম অ-পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে আমেরিকা। পাকিস্তানের রাজনৈতিক মহলের চিন্তা,এবার কি তবে আফগান সীমান্তবর্তী পাকিস্তানের কোনও এলাকা টার্গেট করেছে ওয়াশিংটন?

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন