News71.com
 International
 14 Apr 17, 08:36 PM
 224           
 0
 14 Apr 17, 08:36 PM

পশ্চিমবঙ্গ জয়ের ছক কষতে কাল থেকে শুরু হচ্ছে মোদী-অমিতদের কলিঙ্গ বৈঠক  

পশ্চিমবঙ্গ জয়ের ছক কষতে কাল থেকে শুরু হচ্ছে মোদী-অমিতদের কলিঙ্গ বৈঠক     

আন্তর্জাতিক ডেস্ক : গত বৃহস্পতিবারই দক্ষিণ কাঁথি বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলে দ্বিতীয় স্থান পাওয়ার পর উৎসাহ রীতিমতো বেড়ে গিয়েছে বিজেপি’র। আর সেই উৎসাহেই পশ্চিমবঙ্গে আগামী দিনে যুদ্ধজয়ের নকশা বানাতে শনিবার থেকেই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহ। কাল থেকেই বিজেপি’র দু’দিনের জাতীয় কর্মসমিতির বৈঠক শুরু হচ্ছে ভুবনেশ্বরে।

পশ্চিমবঙ্গ-জয়ের রণকৌশল চূড়ান্ত করতে মমতার রাজ্যের লাগোয়া ওড়িশাকেই বেছে নিয়েছে বিজেপি। তার প্রস্তুতি নিতে আজ, শুক্রবারই ভুবনেশ্বরে পৌঁছে গিয়েছেন অমিত শাহ। কাল, শনিবার প্রধানমন্ত্রী আসার আগেই তাঁর ‘সেনাপতি’ অমিত শাহের আজ রাতে বৈঠকে বসার কথা বিজেপি’র সাধারণ সম্পাদকদের সঙ্গে। দলীয় কর্মী, নেতাদের নিয়েও এ দিন দফায় দফায় বৈঠক করেছেন বিজেপি সভাপতি। ভুবনেশ্বরে বিমানবন্দরে নামার পরেই এ দিন বাইক র‌্যালিতে অংশ নেন অমিত শাহ।

কাঁথি আসনের ভোটের ফলাফল ঘোষণার পর কাল রাতেই অমিত শাহ ‘বিশেষ ধন্যবাদ’ জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের। আর আজ, শুক্রবার পশ্চিমবঙ্গের দলীয় নেতাদের পরবর্তী কর্মসূচির নকশা বানানোর নির্দেশ দিয়েছেন বিজেপি সভাপতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ ও মন্ত্রী উমা ভারতী আজ পশ্চিমবঙ্গেই রয়েছেন। রাতে তাঁদের কাছ থেকে পশ্চিমমঙ্গ সম্পর্কে ‘ফিড ব্যাক’ নেবেন বিজেপি সভাপতি।

ওড়িশা বিজেপি’র নেতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এ দিন বলেছেন, ‘‘এই বৈঠকটি হচ্ছে ওড়িশায়। কিন্তু বার্তাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিও। কারণ, ওড়িশায় পঞ্চায়েত ভোটে বিজেপি যে ভাবে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে পঞ্চায়েত ভোটে, তাতে স্পষ্ট, এ বার পূর্ব ভারতেও মোদী যুগের সূচনা হতে চলেছে। গতকাল (বৃহস্পতিবার) শ্চিমবঙ্গের কাঁথি দক্ষিণ বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মমতার রাজ্যে আগামী দিনে বিজেপি’ই আদর্শ বিকল্প।’’

লোকসভা ভোটের আগে থেকেই নরেন্দ্র মোদী বার বার বলে আসছেন, দেশের পূর্ব প্রান্তের উন্নয়ন যত দিন না হচ্ছে, তত দিন ‘ভারতমাতা’র একটি অংশ দুর্বল হয়ে থাকবে। বিজেপি নেতার মনে করছেন, মোদী সরকারের তিন বছরের মাথায় বিজেপি’র জন্য এ বার পশ্চিমবঙ্গ সহ গোটা পূর্ব ভারতের প্রবেশদ্বারও খুলতে শুরু করেছে। আগামী কাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওড়িশার বিজু পট্টনায়েক বিমানবন্দরে নামার পরেই টানা ৮ কিলোমিটার রাস্তা ‘রোড শো’ করে হাওয়া তুলবেন। তার পর জাতীয় কর্মসমিতির দু’দিনের বৈঠকেই চূড়ান্ত হবে পশ্চিমবঙ্গ সহ গোটা পূর্ব ভারত জয়ের নকশা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন