News71.com
 International
 14 Apr 17, 06:48 PM
 207           
 0
 14 Apr 17, 06:48 PM

ভারতীয় পাসপোর্টে নারীদের ব্যবহার করতে হবে না স্বামীর নাম.....

ভারতীয় পাসপোর্টে নারীদের ব্যবহার করতে হবে না স্বামীর নাম.....

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নববিবাহিত নারীদের সুখবর জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ঘোষণা করেছেন, এখন থেকে পাসপোর্টে নারীদের নামের শেষে স্বামীর নাম যুক্ত করতে হবে না। শুক্রবার (১৪ এপ্রিল) ইন্ডিয়ান মার্চেন্টস চেম্বার্স লেডিস উইং-এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভিডিও কনফারেন্সে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। নরেন্দ্র মোদি বলেন, ‘এখন থেকে বিবাহিত নারীদের পাসপোর্টে নাম পরিবর্তনের প্রয়োজন নেই। সরকার চায় সকল উন্নয়ন প্রকল্পে নারীরা অগ্রাধিকার লাভ করুক।’

নারীদের জন্য চালু করা সরকারের বিভিন্ন প্রকল্পের উদ্ধৃতি দিয়ে মোদি বলেন, ‘মাতৃত্বকালীন ছুটি ১২ সপ্তাহ থেকে বৃদ্ধি করে ২৬ সপ্তাহ করা হয়েছে। অন্য আরেকটি প্রকল্পে যারা হাসপাতালে সন্তান প্রসব করাবেন তাদের জন্য ছয় হাজার রুপি বরাদ্দ দেয়া হয়েছে।’ মোদি নারীদের উদ্যোক্তা হওয়ার উদ্দীপনার প্রশংসা করে বলেন, ‘যখনই নারীদের সুযোগ দেয়া হয়েছে তখনই তারা প্রমাণ করেছেন, তারা পুরুষদের থেকে দুই ধাপ এগিয়ে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন