আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগে গণপিটুনিতে আব্দুল ওয়ালি খান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকতা বিভাগের মাশাল খান নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ হত্যাকান্ডের পর বেশ কয়েকজন শিক্ষার্থীকে গ্রেফতার করাসহ বিশ্ববিদ্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। তবে কেউ কেউ দাবি করছেন তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আবার অনেকে বলছেন, তাকে কাঠের তক্তা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা নিয়াজ সাইদ বার্তা সংস্থা এএফপিকে জানান, ‘খুব কাছ থেকে গুলি করার পর মাশালকে শারীরিকভাবে নির্যাতন করা হয়... লাঠি, ইট ও হাত দিয়ে তাকে পেটানো হয়।’ তিনি জানান, এ ঘটনার সঙ্গে শতাধিক মানুষ জড়িত।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। তবে এই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে কোনও তদন্ত করছিল না পুলিশ। তাদের বিরুদ্ধে কোনও মামলাও ছিল না। গুজবের জের ধরে গণপিটুনিতে মাশালকে হত্যা করা হয়। একজন কোনও মতে পালিয়ে যেতে সক্ষম হয়। গণপিটুনির একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়েছে।
পাকিস্তানে ধর্ম অবমাননা খুব স্পর্শকাতর বিষয়। গত মাসেই প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম ধর্ম অবমাননাকর পোস্টের বিরুদ্ধে ব্যাপক আকারের অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। নিজ দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক পোস্টে দাবি করা হয়েছে, এটা ক্ষমার অযোগ্য অপরাধ।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা জানান, মুক্ত ও ধর্মনিরপেক্ষ মনোভাবের কারণে অনেকেই মাশাল খানকে অপছন্দ করত।সম্প্রতি একটি থিংকট্যাংক প্রকাশিত তথ্য অনুসারে, ১৯৯০ সালের পর থেকে এ পর্যন্ত ধর্ম অবমাননার অভিযোগে অন্তত ৬৫ জনকে হত্যা করা হয়েছে।