News71.com
 International
 14 Apr 17, 02:03 PM
 219           
 0
 14 Apr 17, 02:03 PM

জাতীয় পুরস্কার বিতর্কে মুখ খুললেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার।।

জাতীয় পুরস্কার বিতর্কে মুখ খুললেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ রুস্তম, ছবির জন্য প্রথমবার সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছেন অক্ষয় কুমার। কিন্তু এই পুরস্কার নিয়ে প্রথম থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ৪৯ বছর বয়সী এ অভিনেতা। জাতীয় চলচ্চিত্রে পুরস্কারের ফিচার ফিল্ম বিভাগের বর্তমান চেয়ারপার্সন পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে বন্ধুত্বের জন্য অক্ষয় পুরস্কার পেয়েছেন বলেও অভিযোগ উঠেছে। সম্প্রতি দেয়া সাক্ষাৎকারে অক্ষয় বলেন, বলিউডে ২৫ বছর কাজ করছি। না কখনও ছবির জন্য কাউকে বলেছি,না কোনও অ্যাওয়ার্ডের জন্য। 

নিন্দুকদের এসব সমালোচনা গায়ে একেবারেই মাখছেন না অক্ষয়। তিনি এ প্রাপ্তি নিয়ে বলেন,আমি খুব খুশি। এটাকে আমার পরিবারের আশীর্বাদ বলব আমি। পুরস্কার না পাওয়ায় আমার স্ত্রী (টুইঙ্কেল খান্না) সবসময় আমাকে খোঁচা দিত। এখন তাকে খুশি করতে পেরে ভালো লাগছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন