আন্তর্জাতিক ডেস্কঃ চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে ভারতের কলকাতা শহরের হাওড়ার পূর্ব রেলের লিলুয়া স্টেশনে মৃত্যুর কোলে ধলে পড়লো ৪বন্ধু। এমন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লিলুয়া ও বেলুড় স্টেশনের মাঝে।
৫জন বন্ধু মিলে ট্রেনে উঠেছিল। চলন্ত ট্রেনের কামরায় গেটের সামনে মোবাইলে সেলফি তুলছিল এরা। তখনই প্রথম এক বন্ধু নিচে পড়ে যায়। যাত্রীরা চিৎকার শুরু করলে থেমে যায় ট্রেন। এরপরই তাকে উদ্ধার করতে বাকি ৪বন্ধু লাইনে নেমে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেই সময় অন্য একটি ট্রেন এসে পড়ায় বাকিরাও দুর্ঘটনার কবলে পড়ে। এখন পর্যন্ত এই ঘটনায় মৃত্যু হয় ৪যুবকের। গুরুতর আহত হয়েছেন ১জন৷
আশঙ্কাজনক অবস্থায় তাকে লিলুয়ার রেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী প্রদীপ সরকার বলেন,২বন্ধু মিলে সেলফি তুলতে তুলতে নিজেদের মধ্যে ইয়ার্কি করছিল। সেই সময় একজনের হাত লেগে এক বন্ধু নীচে পড়ে যায়। এরপর তাকে খুঁজতে আসে আরও ৩বন্ধু। সেখানেই ট্রেনে এক বন্ধুর ধাক্কা লাগে। এমন সময় ডাউন লাইনেও ট্রেন ঢুকে পড়ায় এরা সকলে হতচকিত হয়ে পড়ে। তখন অন্য বন্ধুরাও দুর্ঘটনায় পড়ে।