News71.com
 International
 14 Apr 17, 11:00 AM
 228           
 0
 14 Apr 17, 11:00 AM

আইএস ঘাটিতে পৃথিবীর বৃহত্তম নন-নিউক্লিয়ার বোমা ফেলল আমেরিকা

আইএস ঘাটিতে পৃথিবীর বৃহত্তম নন-নিউক্লিয়ার বোমা ফেলল আমেরিকা

 

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে বিধ্বংসী বোমা হামলা চালাল আমেরিকা। পরমাণু অস্ত্রগুলিকে বাদ দিলে আমেরিকার হাতে থাকা সবচেয়ে শক্তিশালী বোমা যেটি, সেই ‘মাদার অব অল বম্বস’ (এমওএবি) ফেলা হয়েছে আফগানিস্তানে। আইএস ঘাঁটি লক্ষ্য করে বৃহস্পতিবার এই বোমা ফেলা হয়েছে বলে খবর পাওয়া গেছে ।

গতকাল আফগানিস্তানের আইএস ঘাটিতে যে বোমা ফেলা হয়েছে, সেটির নাম জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট। বোমাটির ডাক নাম ‘মাদার অব অল বম্বস’ বা এমওএবি। ২১৬০০ পাউন্ডের এই জিপিএস নিয়ন্ত্রিত বিস্ফোরকটিকে এত দিন কোনও যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেনি আমেরিকা। এই প্রথম বার কোনও যুদ্ধক্ষেত্রে এমওএবি ফেলল আমেরিকা। আফগানিস্তানের নঙ্গরহার প্রদেশে পাহাড়ি গুহায় যে আইএস ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটি ধুলিসাৎ করে দিতেই এত বড় বোমা ফেলা হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এই ভয়ঙ্কর বিস্ফোরণে ক্ষয়ক্ষতির পরিমাণ কী, তা এখনও স্পষ্ট নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন