News71.com
 International
 08 Apr 16, 02:12 AM
 615           
 0
 08 Apr 16, 02:12 AM

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ‘পাপিষ্ঠা’ ।। উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ‘পাপিষ্ঠা’ ।। উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বক্তব্য দিয়েছে। এ বক্তব্যে তাকে একজন যুদ্ধবাজ ঘোরতর পাপিষ্ঠা হিসেবে তুলে ধরা হয়। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ব্যাপারে ধারাবাহিক বক্তব্যের ক্ষেত্রে এটি ছিল পিয়ংইয়ংয়ের সর্বশেষ আক্রমণ।

গত সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আয়োজিত পারমাণবিক নিরাপত্তা সম্পর্কিত একটি সম্মেলনে পার্কের অংশগ্রহণের পর কোরিয়ার শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণ বিষয়ক কমিটি (সিপিআরকে) এ আক্রমণাত্মক বক্তব্য দেয়। নিরাপত্তা সম্পর্কিত ওই সম্মেলনে পিয়ংইয়ংয়ের অব্যাহত পারমাণবিক অস্ত্রের পরীক্ষার কঠোর নিন্দা জানানো হয়।

সিপিআরকে’র এক মুখপাত্র বলেন, সম্মেলনে পার্কের আচরণ ও মন্তব্যে তাকে ‘প্রকৃত একজন উন্মাদ যুদ্ধবাজ নেতা মনে হয়েছে। গত জানুয়ারিতে উত্তর কোরিয়া তাদের চতুর্থ পারমাণবিক পরীক্ষা চালানো এবং এক মাস পর দূরপাল্লার একটি রকেট উৎক্ষেপণের পর থেকে বিভক্ত কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এসবের আড়ালে উত্তর কোরিয়া তাদের একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় বলে ধারণা করা হচ্ছে।

এর আগেও উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যমে পার্ককে মৌখিকভাবে আক্রমণ করে দেয়া অনেক বক্তব্য প্রকাশ পায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন