News71.com
 International
 13 Apr 17, 06:21 PM
 205           
 0
 13 Apr 17, 06:21 PM

সিরিয়ায় মাত্র ৫৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি ।। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সিরিয়ায় মাত্র ৫৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি ।। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।  সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি সিরিয়ায় মার্কিন টমাহক ক্রুজ মিসাইল হামলার বিষয়টিও উঠে আসে। ফক্স বিজনেস টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প শি জিনপিংয়ের সঙ্গে কথোপকথনের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন।

ট্রাম্প জানিয়েছেন,রাতের খাবার শেষে আমরা বিভিন্ন বিষয়ে আলাপ করেছি। প্রেসিডেন্ট শি সব কিছু পছন্দ করেছেন। সিরিয়া প্রসঙ্গে প্রেসিডেন্ট শিকে বললাম আমি আপনাকে একটি বিষয়ে ব্যাখ্যা দিতে চাই, সিরিয়ায় আমরা তো মাত্র ৫৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি। ট্রাম্প জানান,শি প্রায় ১০ সেকেন্ডের জন্য চুপ থাকার পর পুনরায় ব্যাখ্যা দেওয়ার জন্য অনুরোধ করেন। আমার মনে হয়নি এটা ভালো লক্ষণ। তবে কেউ শিশুর ওপর,বাচ্চাদের ওপর রাসায়নিক গ্যাস হামলা করবে এটা খুবই খারাপ ঘটনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন