News71.com
 International
 13 Apr 17, 05:56 PM
 214           
 0
 13 Apr 17, 05:56 PM

যুক্তরাষ্ট্রে নদী থেকে প্রথম মুসলিম নারী বিচারকের লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রে নদী থেকে প্রথম মুসলিম নারী বিচারকের লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : হাডসন নদী থেকে শিলা আবদুস সালাম (৬৫) নামে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী বিচারকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (১২ এপ্রিল) ম্যানহাটনের পাশ থেকে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। আবদুস সালাম আপিল বিভাগের সহযোগী বিচারক ছিলেন। বুধবার সকালে তিনি তাঁর হার্লিনের বাড়ি থেকে নিখোঁজ হন। পরে দুপুরে নদীতে তাঁর লাশ পাওয়া যায়।

পুলিশের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট জানায়, স্থানীয় সময় দুপুর পৌনে ২ টার দিকে হাডসন পার্কওয়ের কাছে ১৩২ নম্বর রাস্তার পাশে নদীতে ভাসমান অবস্থায় বিচারক শিলা আবদুস সালামের লাশ পাওয়া যায়। পরে তাঁর স্বামী আবদুস সালাম মৃতদেহ শনাক্ত করেন।

সূত্র বলছে, কোনো ধরণের মানসিক আঘাত বা দুর্বৃত্তদের হাতে খুন হওয়ার মতো কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে শিলা আবদুস সালাম ছিলেন প্রথম মুসলিম নারী বিচারক। আফ্রিকান-আমেরিকান নারী হিসেবে আবদুস সালামই প্রথম আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন