আন্তর্জাতিক ডেস্কঃ ওয়াশিংটনে সদর দফতরে আজ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকের আয়োজন করেছে নাসার বিজ্ঞানীরা। পৃথিবীর বাইরেও যে প্রাণের অস্তিত্ব রয়েছে সে প্রমাণই দেবেন নাসার গবেষকরা। ক্যাসিনি স্পেসক্রাফ্ট এবং হাবেল স্পেস টেলিস্কোপ থেকে আসা তথ্যের ভিত্তিতে পৃথিবীর বাইরেও অন্য জায়গায় প্রাণ থাকার দাবি করছেন গবেষকরা।
নাসা ২০২০ সালে যে ইয়োরোপ ক্লিপার মিশন শুরু করতে চলেছে,তাতেও বিশাল ভূমিকা পালন করবে নতুন এই গবেষণা থেকে উঠে আসা তথ্য। সাংবাদিক বৈঠকটি হবে । সেদিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।