আন্তর্জাতিক ডেস্কঃ জলদস্যুদের হাত থেকে ৮ ভারতীয় ক্রু সদস্যকে উদ্ধার করল সোমালিয়ার সেনাবাহিনী। গত সপ্তাহে একটি জাহাজকে হাইজ্যাক করে এই জলদস্যুরা। এরপর হোবিও টাউনের একটি গ্রামে গিয়ে ওই জলদস্যুদের ঘাঁটিকে ঘিরে ফেলে সোমালিয়া সেনা বাহিনী। সেখানে থেকেই এদের উদ্ধার করে সোমালিয়ার সেনাবাহিনী। জানিয়েছেন এই শহরের বিধায়ক আবদুল্লাহি আহমেদ আলি। ৪জন জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
জলদস্যুরা ১০ জন ভারতীয় ক্রু সদস্যকে বন্দি করেছিল। এদের মধ্যে ২জনকে গত রবিবার ছেড়ে দিয়েছিল তারা। বাকি ৮ জনকে উদ্ধার করেছে সোমালিয়ার সেনা বাহিনী। জলদস্যুদের হাইজ্যাকের খবর শুনেই নিরাপত্তা বাহিনী তাদের ধাওয়া করে। কিন্তু তাদের এড়িয়ে যেতে পানিপথে না এসে, জঙ্গলের মধ্যে দিয়ে ওই ক্রু সদস্যদের হাঁটিয়ে নিজেদের ঘাঁটিতে নিয়ে যায় জলদস্যুরা।
সোমালিয়ার এই এলাকায় দীর্ঘ ৫ বছর পর আবার জলদস্যুদের হামলার ঘটনা ঘটল বলে জানিয়েছেন বিধায়ক। একসময় জলদস্যুদের জন্য আন্তর্জাতিক শিপিং ইন্ডাস্ট্রিতে ব্যাপক কুপ্রভাব পড়েছিল। এর আগে ২০১২ তে মার্চে সোমালিয়া তে জলদস্যুরা একটি তেলের ট্যাংক হাইজ্যাক করেছিল।