আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী জোট গঠন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন। এ সময় নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে একজোট হওয়ার বিষয়ে উভয়ের মাঝে আলোচনা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,বিরোধী জোট গঠন করতে হলে কংগ্রেসকে তাদের পাশে প্রয়োজন। এজন্য তারা রাহুলকেও সঙ্গে চান।
সোনিয়া গান্ধীর সঙ্গে কথার আগেই সংসদ ভবনে গতকাল গুলাম নবি আজাদ, আহমেদ পাটেলের সঙ্গে বৈঠক করেন মমতা। তখনই এ বিষয়ে এক আলোচনা হয়। মমতার সঙ্গে দেখা করতে লখনউ থেকে দিল্লি এসেছিলেন অখিলেশ যাদবও। কংগ্রেসকে সঙ্গে নিয়ে চলার বিষয়ে অখিলেশের সঙ্গে কথা বলেন মমতা। দুজনেই এ বিষয়ে একমত।
মমতা মনে করেন,কংগ্রেসকে বাইরে রেখে ধর্মনিরপেক্ষ দলগুলোকে নিয়ে তৃতীয় ফ্রন্টের পরীক্ষা-নিরীক্ষা অতীতে হয়েছে। কিন্তু তার কোনোটাই সফল হয়নি। তা ছাড়া,এ বছর গুজরাট, হিমাচলে ভোট। পরের বছর ভোট মধ্যপ্রদেশ, কর্ণাটক,ছত্তীসগড় ও রাজস্থানে। সেখানে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে কংগ্রেসকেই।