News71.com
 International
 12 Apr 17, 07:53 PM
 223           
 0
 12 Apr 17, 07:53 PM

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে আবারো লড়াই করবেন আহমাদিনেজাদ

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে আবারো লড়াই করবেন আহমাদিনেজাদ

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে আবারো লড়াই করবেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। বুধবার (১২ এপ্রিল) তিনি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজের নাম নিবন্ধন করেন। প্রেসিডেন্ট প্রার্থী নিবন্ধনকালে আহমাদিনেজাদ বলেন, সর্বোচ্চ নেতার ওই পরামর্শ ১৯ মে-এর নির্বাচনে অংশ নিতে কোনও নিষেধাজ্ঞা ছিল না।

২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত দুই মেয়াদে টানা ৮ বছর ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন আহমাদিনেজাদ। তিন বছরের বিরতির পর ফের তিনি প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী’র পরামর্শে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন আহমাদিনেজাদ। এ সময় তিনি নিজের সাবেক সহযোগী হামিদ বাঘাই’কে সমর্থন দেওয়ার কথাও বলেন। তবে শেষ পর্যন্ত আহমাদিনেজাদ নিজেই প্রার্থী হলেন। এছাড়া তার সাবেক সহযোগী হামিদ বাঘাই’ও বুধবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজের নাম নিবন্ধন করেন। প্রসঙ্গত, চলতি বছরের ১৯ মে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ইতোপূর্বে ক্ষমতায় থাকাকালে অতি সাধারণ জীবন-যাপন এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর সমালোচনা করার মধ্য দিয়ে আলোচিত ব্যক্তিতে পরিণত হন আহমাদিনেজাদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন