আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার দাম ঘোষণা করেছেন ক্ষমতাসীন দল বিজেপির এক নেতা। কোনোরকম রাখঢাক না করে তিনি ঘোষণা করেছেন,কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা কেটে এনে আমায় দিতে পারলে তাকে আমি ১১ লাখ টাকা দেব! হনুমান জয়ন্তীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে আছে পার্শবর্তী দেশের রাজনৈতিক পরিস্থিতি। বিজেপি নেতার এহেন ফতোয়ার পরেই তীব্র সমালোচনা শুরু হয়েছে ভারত জুড়ে। আজ বুধবার সংসদে জিরো আওয়ারে এই প্রসঙ্গটি তোলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তীব্র সমালোচনা শুরু হয়ে যায়। সাংসদ সুখেন্দু শেখর রায় বলেছেন,ধর্মের নামে সন্ত্রাসের মুক্তাঞ্চল করার চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গে।
গতকাল মঙ্গলবার সিউড়িতে হনুমান জয়ন্তীর মিছিল ঘিরে উত্তেজনা থামাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। তাতেই নকি বেজায় চটেছেন বিজেপির যুব মোর্চার নেতা যোগেশ ভারষ্ণে। তিনি বলেন,যখন আমি ভিডিওটি দেখছিলাম,তখন একটাই কথা মনে হচ্ছিল। যদি কেউ আমায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাটা এনে দিতে পারেন,তবে তাকে আমি ১১ লাখ টাকা পুরস্কার দেব!
ই ঘোষণার পর আজ বুধবার ভারতের লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষেই বিজেপিকে তুলোধোনা করে বিরোধীরা। চাপে পড়ে বিজেপিকে বিবৃতি দিয়ে জানাতে হয়,ঘটনাটি নিন্দনীয়। দায় ঝেড়ে ফেলতে বিজেপির দাবি,রাজ্য সরকার যা ইচ্ছে আইনি ব্যবস্থা নিতে পারে ওই যুবনেতার বিরুদ্ধে। রাজ্যসভায় তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন,সংবিধান মেনে নির্বাচিত একজন মুখ্যমন্ত্রীর গলা কাটার ফতোয়া জারি করা হচ্ছে! এটা গণতন্ত্র! ধর্মের নামে সন্ত্রাসের মুক্তাঞ্চল করার চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গে। এছাড়া বিজেপি যুবনেতা যোগেশ ভারষ্ণের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিএসপি সুপ্রিমো মায়াবতী। সাংসদ তথা অভিনেত্রী জয়া বচ্চনের কড়া ভাষায় বলেন,এই সরকার গোরুকে রক্ষা করতে পারে। নারীকে রক্ষা করতে পারে না? প্রবল চাপে পড়ে সংসদ বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী মুকতার আব্বাস নাকভির বলেন,এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করছি। রাজ্য সরকার এর বিরুদ্ধে যা ইচ্ছে আইনি পদক্ষেপ করতে পারে। বিজেপি সুপ্রিমো মায়াবতী এরপর বলেন,শুধু নিন্দা করলেই হবে না। অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।