আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়াকে নিয়ে সৃষ্ট উত্তেজনার শান্তিপূর্ণ সমাধানের আহবান জানিয়েছেন। পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়তে থাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোন করে তিনি এ আহবান জানালেন।
বুধবার (১২ এপ্রিল) চীনের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি’র খবরে বলা হয়, শি মার্কিন প্রেসিডেন্টকে টেলিফোন করে বলেন, চীন উত্তর কোরিয়াকে নিয়ে সৃষ্ট জটিলতার শান্তিপূর্ণ সমাধান দেখতে চায়।