আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে নোট বাতিলের পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৫ হাজার ৪০০ কোটি কালো টাকার সন্ধান পেয়েছে দেশটির আয়কর দফতর। একইসঙ্গে বিমুদ্রাকরণের মেয়াদে বিপুল পরিমাণ টাকা জমা দিয়েছে এমন ১৮ লাখ লোকের সন্ধান মিলেছে বলে দাবি করেছেন দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
গতকাল মঙ্গলবার জিরো আওয়ারে নোট বাতিল এবং তার পরবর্তী ফলাফল নিয়ে জবাব দিয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেন,নোট বাতিলের পর দেশের ১ হাজার ১০০ জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে আয়কর দফতর। সন্দেহজনক লেনদেন করেছে এমন ৫ হাজার ১০০ নোটিশ দেওয়া হয়েছে।
এই প্রক্রিয়াতেই ৬১০ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। একইসঙ্গে তিনি আরও বলেছেন,নোট বাতিলের পর ৫ হাজার ৪০০ কোটি কালো টাকা উদ্ধার হয়েছে। এর মধ্যে ১১০ কোটি উদ্ধার হয়েছে নতুন নোট।
নোট বাতিলের পরবর্তী কর্মসূচি এখনও সম্পন্ন হয়নি বলেও এদিন জানিয়েছেন তিনি। নোট বাতিলের পর কত পরিমাণ কালোটাকা উদ্ধার হয়েছে তা খুব শিগগিরই প্রকাশ করা হবে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী। দেশে কালোটাকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও এদিন সংসদে জানান তিনি।