নিউজ ডেস্ক : ওমানে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ তিন বাংলাদেশি নিহত হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে মধ্যপ্রাচ্যের দেশটির রাজধানী মাসকাটের সালালা নামক স্থানে এ দুর্ঘটনায় ঘটে। নিহতদের বাড়ি লক্ষ্মীপুর জেলার কমলনগরে।
নিহত তিনজন হলেন- কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার সাহাব উদ্দিন খলিফার ছেলে মো. মাসুদ আলম (৩০) ও মো. জুয়েল রানা (২৫) এবং উপজেলার পার্শ্ববর্তী চর মার্টিন গ্রামের আলী হায়দারের ছেলে জসিম উদ্দিন।নিহত মাসুদ আলম ও জুয়েল রানার দাদা তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় শিক্ষক মাহফুজুল হক তার নাতিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।